১
দুর্বৃত্ত ভাস্কর যেন ভুলভুলাইয়ায় রচনা করেছে জগৎ টাকে।
পরপর ইঁট গেঁথে গড়ল
ইমারত, আকাশের গায়ে
কিছু স্বেদ ঝরলো নতুন করে
কিছু শ্রম কালো শরীর ঘিরে
মাটির শরীর মাটিতেই থাকল
তাদের ঘাড়ে পা রেখে মুষ্টিমেয় কিছু আকাশে উঠে যায়
যুক্তি-বুদ্ধি উড়িয়ে দিয়ে
আত্মম্ভরি গুহায়।
গোটা যুদ্ধটাই মানুষের বেঁচে থাকা নিয়ে...
২
গারবেজ জ্বালানো ধোঁয়ায়
প্রদূষিত পরিবেশ
জলবায়ুর সাথে প্রতারণায়
মানুষ সাতশ হাজার মাইল এগিয়ে
গাছের গায়ে আঠালো বিজ্ঞাপন
ভয় নয়,
চোখ বুজে থাকি
মাংসাশী বিপদ হাঁটু গেড়ে পায়ের কাছে