চন্দ্র- সুর্য গতি পাল্টেছে অসংখ্যবার, আর এক অগ্রহায়ণ নদীর চর পড়ে,
তুমি প্রকৃতই তুমি
বালিশের কোল ভিজে যায় যখন দেখি
রাতের হোয়াটস্ অ্যাপে ভোরজাগানিয়া গান।
ভুল শোধরাতে এসো না
পুরনো ভালোবাসায় ফিরে যাওয়া পাকস্থলীর অসুখের মত।
একদিন ভুল যতিচিহ্নে কাগুজে চিঠির বয়ানগুলো কবিতা হয়ে উঠেছিল,
সেই থেকে দূরেই রাখি কবি ও কলম
বিজ্ঞজনের জ্যামিতি ও ব্যাকরণ।
যদি পারো শূন্যস্থানে বসো দেখি,
দুটি লাইনের মাঝে ফাঁক রেখেছি যাতে আলো পড়ে।
তন্দ্রামগ্ন ঝুপড়িও জানে কোলঘেঁষা মাঠের মগ্নতা।