যত গভীরে গিয়ে ভাবি ততই নিশ্চুপ হয়ে যাই ...
শরীরকে বলি 'অন্ধ হও'
রাষ্ট্রের মত
অন্ধ চোখে
সবার সব গোপন মাফ।
দেখা না -দেখাই থাক
শোনা না শোনা থাক
অজানাই থাক ভুবনবিশ্ব
বধির মূক হ্যালোজেনে
ভিনদেশিদের স্বপ্ন ছেনে
অযথাই মনের অসুখ,হয়রানি।
.........