বৃষ্টিতে প্রতিবার ভিজতে যেয়ে আষাঢ়ে
জল কখনও স্নায়ু ও ফ্যাকাশে পাখির উপর দিয়ে গড়ায়
কখনও অন্ত্রনালীতে সেঁধোয়
খুব বেশি একা হলে মেশে রক্তে...
যখন যেমন
সেইমত তার বোঝাপড়া,নিয়োজন
আঙুল তুলে প্রিয় মুখের আঙুল ছুঁলেও জলের ফোঁটালাগা,সবটা জানা হয় না
জ্যামিতি যখন পর হয়ে যায়
রসায়ন কাজে আসে