একটা অন্য শব্দ পুলক ঢালছে বিকেলের চায়ে
অন্যরকম সুন্দরী হয়ে ওঠে ভেজা পাড়াটা
সন্ধ্যার কাঁচা অন্ধকার বসে যাবার পর তোমার আবছা মুখও
সুনির্মল আলো!
এ তো এক মায়া অবাক করার মতো-
দেহের আনন্দ কোষেরা ডুবছে মৌনতায়,
এখনও রক্তের বদলে রক্ত চায় নি তাই
তুমুল ভালোবাসার আত্মঘাতী লোভ
ধীরে অজান্তেই পেয়ে বসেছে আমায়
নিজেকে প্রস্তুত করাটা এই বেলা তোমার।
---------------------------