বসন্ত অরাজকতায় বেমানান সব কিছু...
লগনসা পেরিয়ে গেলে তোমার আবছা মুখ
ফুটে উঠলে মান দিই তাকে
জড়িয়ে যাই মাছের সত্যে
তোমার পরিধিতে আমার সকল বিবশতা
                             ঘুরপাক খায়
পরস্পরকে দেওয়ার মত কত কিছু
বেলফুল
অগাধ রবীন্দ্রনাথ
এরপরের সব বুঝে নেওয়ার পালা কিন্তু তোমার

____________