১
গ্রামসন্ধ্যার কুপি জ্বলে বাউল দেহের মত...
রূপকথা নয়,শুধুমাত্র কথক ও শ্রোতা নিয়েই
হাজার বছর গড়াতে থাকে
ভালোবাসার গল্পগুলি...
ধীরে ধীরে কথারাও নিভে আসে
চোখে চোখ রাখলেও জ্বলতে থাকে আঠারো মোকাম বাতি।
২
প্রেমে বিরহ যন্ত্রণা কেমন?
বুঝিনি...
শুধু জানি বাস্তুবাগানে বড্ড জড়িয়ে গেছি সিমলতায়
ফেরা মুশকিল নাজুক মনের ঘর
.......