১)
একটা অশ্বক্ষুরাকৃতি জলদাগে
দলছুট মাছিটি যেন গেঁথে বসে রয়েছে,
চুড়ান্ত জলে ভাবের পিপাসা ভরা ঘোর …
একইরকম বারান্দার ফুলে বসা প্রজাপতিটিও
কনের মুকুটের মত বসিয়েছে নিজেকে
প্রিজমের পরত পেরিয়ে আরো মেদুর হয়ে আসে
সাদা রোদ, ভাবের মাদুর বিছিয়ে…
২)
ভাত না মানুষ পুড়ে?
হাওয়ার টানে পোড়া একটা বিরূপ গন্ধ নাকে আসে
দ্বিপ্রহরে অথবা রাতের দিকে
গুঞ্জন চলে একটানা সোসাইটির সংসারে
বুঝতে পারি না
আর কার কার ভেতর পুড়ছে?
ফতুর কাটা মন নিয়ে দেখি
পড়তি রোদে মুড়ে রেখেছে দক্ষিণায়ন সূর্যটা
চিলতে বারান্দায় এখনও তার দহরম মহরম!