বসন্ত পঞ্চমীর দিনে
এক অনূর্দ্ধ কিশোরী
ফুঁ য়ে ওড়াতে ওড়াতে আসে নীল-সাদা বাব্ল।
আমার শৈশব ঠিকানায় বঁড়শি টান ...
ইচ্ছেহয় তার পিছু নিই।
মানকচু পাতার একফোঁটা জল অসহায় গণিত লেখে।
অজ্ঞতাময় জীবন বলি কাকে?
রাজ হরিয়ালের ডাক ঘুরে আসে নির্ঘুম স্টেশন।