বসন্ত এলে পরাজয়ের মরশুম...
ফাগুনে আগুন মুঠোয় ভরাবে কে?
যদি  সুগন্ধবাহিত হয়ে আসে বাতাসে নতুন সংক্রমণ?
যদি নোঙর-ছেঁড়া বৃষ্টির মোহ ও ছটায়
প্রকাশঅক্ষম জমিনে লতিয়ে
উঠে পিয়াসী সূর্যমুখীর বীজ

যদি মোহর ভাঙে টিনের চালা বৃষ্টিপাতের শব্দে...
জেগে জেগে শুনবে অনেকে
সুরার পরিবর্তে অতীন্দ্রিয় সে সুর
........