ইচ্ছেয় নয়... অনিচ্ছেয় খুলে যেতে হয়
ছিটকিনির জটলা
বহু জটিলের ক্ষেত্রে তাই-ই হয়তো ভালোবাসা।
স্লো কম্বিং য়ের মত পাতা ঝরায় গাছেরা
নিঃসাড়ে
দু -চারটে
মৃদু স্টোলের গায়ে
বসন্ত কি করে উপেক্ষা মাখে বসন্তের?
হু হু কোকিলডাক ঢুকে পড়ে যখন মরা জানলায়।
....................................