১) বারণ
পশ্চিমঘাট পেরনো সূর্য লাল বিকার ফেলে গেছে
সেগুন চুড়ায় ...
বারবেলা ভাঙতে পারি নি এখনও
ঠাকুরমার পাঁচালি হাতে বিষ্যুদ্বার আসে সাপ্তাহিক
বারবেলা ভাঙা সহজ নয়
কেন সহজ নয় ,মণি-জোড়া আটকে আছে অতীতের জিজ্ঞাসায়
তবে রহস্যটুকু রইল,সংশয়ও
বারণও একপ্রকার প্রাচীন সংকেত বুনে চলে
২) পরিণাম
সুতরাং যা আছে ফলের ঝুড়িতে
শেষ না হওয়া পর্যন্ত থামবে না কেউ ...
বুনো আখরোটের শিকড় ধরে নামছে অতীতের সাপখেলানো সুর।
৩)স্পর্শ
মরণোত্তর স্পর্শগুলো আর কাঁপিয়ে দেয় না ভিতর
জলাঞ্জলি দিয়ে এসেছি সেই কবে
সেই থেকে ছবি...তোমাকে কোথাও রাখি নি।