১
নৈশ নীল দৈব দূর্বোধ্যতা ধরে রাখে কালিক বজ্রে মিশে গিয়ে ...
অমাবতী রাত
সমুদ্র-নীল রাতপোশাকে ডুবে গেলে
স্বপ্নঘোরে শুধু তুমি আর আমি
এমন ঘুমের জন্য শরীর ধারণে গর্ববোধ হয়
জানো তো?
২
বসে আছি কতক্ষণ সোঁদা বৃষ্টি নামবে বলে
চায়ের নেশায় হতাশা আরও একবার জানান দেয়
বৃষ্টি খুঁজতে গিয়ে এক আকাশ তারা পেলাম জ্বলজ্বলে কয়েনের মত …
মুঠোয় লুকোই , ছাড়ি
আহাম্মকের খেলা
ভাবি এই-ই বরাত
কৃষ্ণ মেঘগুলো দেখে যারা যারা ভেবেছে বৃষ্টি হবে তাদের অনুমানের ফর্দ
ঝাপসা হয়ে গেল
মিথেনে ডোবা অন্ধকারে