সব লেখাই লুপ্ত হয় বারংবার লিখিবার তরে''-
লুপ্ত হয় সব লেখাই
বারংবার লেখা হয় তবু
সব লেখাই .......
লুপ্ত বাঁশবন নিজেই করে নিজের রোপন
প্রবৃত্তির ব'দ্বীপে।
একদা লুপ্ত ভালোবাসার ভুল আঁচড়ে
নৈঃশব্দ্যের আইডোগ্রাফ
যার ভেতর বাইরে বৃষ্টি হয় রোজ ...
আজও এবং অজ্ঞাতসারে।
লুপ্ত প্রেমের খোঁজে ফিনিক্স হয়েছি
এসো দেখো
মরে পড়ে আছি ঘাসে।