৬
নকশা লুকিয়ে
গুটিয়ে রাখা মাদুর
আবছায় টানটান
৭
কলাপাতার বৌ
জৈষ্ঠ্যের পাকা কাঁঠালে
হাতপাখা নাড়ে
৮
ঝিনুক আনে ঢেউ
হোক ক্ষুদ্র,তবু সওগাত
বালির আদরে
৯
একটি লাল রঙের
বীজ আসলে সমগ্র ফুল
জানে,বোঝে গাছ
১০
বাঁশ হয়ে বাঁশি
বিরহ বেশি বোঝে
বর্ষাকাল মাতায়
.........