নকশা লুকিয়ে
গুটিয়ে রাখা মাদুর

আবছায়  টানটান

কলাপাতার বৌ
জৈষ্ঠ্যের পাকা কাঁঠালে
হাতপাখা নাড়ে


ঝিনুক আনে ঢেউ
হোক ক্ষুদ্র,তবু সওগাত
বালির আদরে

একটি লাল রঙের
বীজ আসলে সমগ্র ফুল
জানে,বোঝে গাছ
১০
বাঁশ হয়ে বাঁশি
বিরহ বেশি বোঝে

বর্ষাকাল মাতায়

.........