১/
বালকের হিজিবিজি আঁকার মত ঘরবাড়িগুলো
বৃষ্টিমগ্নতায় সমাসীন আজ;
ভাটিয়াল দ্বীপের মত জলজীবন ভাসে আর ডোবে

বোকা পাথরের মত ভাসতে ভাসতে চলেছি আমি কোথাও …
বৃথা সাঁতারে পাঁজরের শ্যাওলা ছেড়ে যায়
চালাক হতে ভুলে গেছি  যেন স্ব ইচ্ছায়!
গ্রীষ্মকালীন অনন্ত খরার পরিচর্যা বৃষ্টি দিয়ে শুরু হলে
এমনই
আমি আর ভাবতে পারি না কিছু,
কাতর রক্তে তখন  অন্য কোনো পিপাসা …

২/
জীবন যেন  
নিজেই ফিরে গেছে জলঘুমে
নিসর্গের তন্দ্রা ছুঁয়ে যায় গরাদের কুমকুম...

দেশান্তরী মাছের মত মোহগ্রস্ত টানে কেবলি ভেসে যেতে মন চায়
ছেঁড়া পাপড়ির মত নিজেকে ভাসাই অপয়াজলে
জল ও মৃত্যুর মাঝামাঝি জেগে থাকে পিয়াসী আত্মা

৩/
যে জলে গরীব জামার গন্ধ
যে জলে বেঁটে খোড়ো চালাঘর ঝুঁকে আছে ন্যুব্জ শরীরের মত
যে জলে নষ্ট পাথার,নষ্ট শস্যের গয়না পরে সেজেছে
জলদেবী
তার আঁচল ধরে শুধু ভেসে যেতে চাই
বানভাসি বলে কথা, মরণে জীবন খোঁজে নিস্তার...।
........................