ভোটারযন্ত্রটি বিকল স্বাভাবিকের চাইতে বৃষ্টি ফোঁটায়।
এভাবেও সন্ধ্যা হয়?
তোমার চোখে মহাশূন্য এখন, বড় বেশি তারার ভিড় আর জ্বালাতন!
আমার একলা লাগে। এখনও আমাকে মানায় না একলা লাগা।
দাঁতে দাঁত পিষে শুধু শুধু এনামেল খোয়ানো।
মে মাস রবিমাস
তাই যা স্বাভাবিক নয় , তাতেই তো গ্রহণযোগ্যতা
তাকে নিয়েই বিশিষ্ট
আরো একটু রবিবাসরীয় করে তোলা।
ভিড়ের ভিতর বাঘনখ ফেলে আসি।