১
স্মৃতি ও মান-
একবার গেলে পুনরুদ্ধার সহজ নয়
২
দিনকাল যা,বাসরের ফুল হলুদ হওয়ার আগেই
মড়া মরে যায়
বাড়ির ফেরার আগে প্রাণটাই যাবে হয়তো-
পথের সন্ধ্যে রাত,বড় ভয়াল
ছলনা হরিণ, প্রতিটি পরিত্যক্ত জায়গায়
বৃন্দার ঝোপও হয়ে যায় অরণ্য
শরীরের ভিতর আদিম জানটুকু নিয়ে
অপটু লড়াই চালিয়ে যেতে হয়
অন্ধকার বাঁক পেরনোর সময় ...
৩
জীবন সবাইকে নিয়ে নয়…
জীবন একলারও নয়
চোখে চোখ রেখে যদি কেউ
গ্রাস করে নেয় সমস্ত কথা
আমি শব্দটাও ...