অজগরের দাগে দাগে দেখি-
পিঁপড়েরাও উধাও
বুঝি শুরু শীতনিদ্রার আয়োজন।
পাতা পড়লেই উড়ে আসতে থাকে উত্তুরে হাওয়া
আদুরে লাল তুষের আগুন অল্প ফুঁ’য়ে উস্কে দিতে
লাল ফিতেয় বেঁধেও রাখা যায় না আর অভিমান
জীবনের অভ্যাস নতুনে তাই
স্বাগতকে বেছে নিই
সাজিয়ে তুলি ''স্বাগতম’’ লেখা
ক্যাম্পফায়ারের গোটানো ডালপালায়
বাতাসকে দমিয়ে রাখা কঠিন হয় এরপর…
----------------------