তৃতীয় নয়ন হল আয়না
প্রতিটা
যুদ্ধশহরও এক একটা আয়না
কিছু দেখাতে চায়
খসা দেয়াল,ছাদহীন বাড়িঘর,শোণিত পতন
দেখেও দেখে না
মশগুল যারা
ভুরু তুলে আড্ডা দেয়
শূন্যের গায়ে
একাই থেকে গেল প্রশ্নটা ফের-
ভুলে-ভালে মানুষ গড়া যদি
সৃষ্টিকর্তার তবে এর পরিণাম দেখা
তৃতীয় চোখ সইবে তো?