জিভ তো চোখের রক্ত চেটেও নির্দোষ
অথবা সমবেত কষ্ট গুম করে রাখার চেষ্টায়
না-ফাটা কাজুর মত মন
তার মানে অপরাধী হয়েও সংসারে থাকা যায়!
শূন্যস্থানে বন্দি হয় কিছু চন্ডাল দোষ
অনুচ্চ স্বপ্ন তথা ইচ্ছেদের গলা টিপে মারার
প্রয়োজন ছিল যেদিন সবার আগে ...
নরম বলি দিয়ে দিয়ে হাঁড়িকাঠ বেরঙ
কই কেউ তো বলে নি কোনোদিন
'ও মেয়ে,
তুমি কি তোমার আততায়ী হতে হতে
সত্যি খুব ক্লান্ত নও?'