মৃত্যুকালীন ভাঁজ কেউ খোলেনা তো ঝরাপাতারা
ঠুকরে ঠাকরে ওকে কতদূর নিয়ে যাবে পাখি
কিছু ভাঁজ-গন্ধে নেপতালিনের বিষন্নতা
ফরাসি আতরের গন্ধ মুছতে রুমালের হৃদয় ফতুর
চটারঙ ফিকে, শুধু একলা লাগা ...
একা চলতে চলতেই একটা পথ লালমাটিয়া
ক্রমশঃ সোঁদা গন্ধে ভাঙতে থাকে
জঙ্গলের ভোর
নিষিদ্ধ লোবান মৃত্যুবাহী শহরের
যাবতীয় সুগন্ধ আড়াল করেছে আজ
..........................