মৃত দিবসে জ্বালিয়ে রাখা মাটির ধূনচি
ধুনো-ধুপের আঁচ জ্বালা ধরায় চোখে মুখে বিস্তর
তবে পোড়াগন্ধ না-থাকাটাও সুগন্ধ একপ্রকার
কোনো একদিন হয়তো
গন্ধবণিকেরা আমাদের জলরক্তের মিশ্রণে
একটা বিশুদ্ধ আতর গড়বে
এর ঘ্রাণের ভেতর জন্ম নেবে কি কোনো ঐতিহ্যের মিথ..
মিথষ্ক্রিয়া?
...............