১
সন্ধ্যের দিকে মুরলী ধরে মনোহর--
চুপিচুপি নামছে পাহাড় ও ব্যক্তিগত নিশাচর।অনুভূমিক রেখায় ...
নিচু নিসর্গের গ্রাম।
উঠে আসছে মাদলের উচ্চকিত সুর।
২
ভাঙা খঞ্জরের মত এভাবেই ভেঙে বসতে যদি বুকে...
যুক্তবর্ণ ভেঙে ভেঙে বলা নেপথ্যপ্রস্তাব
মেঘের ভিতরে বজ্রলীন প্রমাদ ভেঙে ভেঙে
সব ঘনঘটা এখনও
আমারই দিকে ...
কেঁপে কেঁপে উঠি প্রথম শীতের মতই
যাবতীয় অভিমান ভেঙে চুরচুর হত যদি আসন্ন কুহু'তে