দু'একটা অবাঞ্ছিত কাক বিরক্ত মোষের পিঠে..
খড়ো চালে উড়তা শালিক

এখন দুপুর হতে না হতেই বিকেল আর বিকেলগুলো সন্ধ্যের দিকে।
ভাঙাচোরা গাছের কোটরে ঢুকে যায় অন্তরীণ পাখি ও শীতলতা

জটিল সূত্রের গ্রাফ ধ রেই সহজ হয়ে আসবে জীবন,
এই আশায় বুক বাঁধি।
আশায় আশায় ফোটাতে পারি অভ্যন্তরের ফুল
জলবায়ুরহিত অঞ্চলে

..................