সূর্যাস্তের পর ইঞ্চি ইঞ্চি ছোট আসে শরীরের...
নিভে যায় ভাঙা চালে
আষাঢ়ে চাঁদ-নবমীর আলো।

দুয়োরানী ও কাদাপুতুলের গল্প কাঁদায়,হাসায়..
এক সমুদ্র-নীল বিছানায় শুয়ে ফোঁপানো
প্রতিরাতের
কবিয়াল তুমি,ছবিয়ালও তুমি
প্রত্যাশী বেশি  ...কি দেবে আমায়?