সেমি-স্বচ্ছ পর্দার বাহারী আড়ালটুকুও মধ্যবিত্তের অনেকাংশে আব্রুরক্ষা
সরে গেলে  মনেহয় ঘরের দিকে তাকিয়ে আছে
শতশত চুল্লির চোখ!

আড়াল খসে গেলেও উদোম খ্যাপার ভ্রুক্ষেপ থাকে না।
খোলা ও খারাপে দ্বন্দ্ব নেই যেন
যত সমস্যা ঢেকে রাখলেই
এক মহাদেশ শূন্যতা ছাড়া কি আছে আমাদের বলো?

স্বৈরাচারী খোলস আগলাতে গিয়ে বেরিয়ে যায় আরো
বিত্তও তো পাখি, চোখের পলকে ফুড়ুৎ
সোনা যদি ফলাতেই চাও তবে সম্পর্কের জমি উর্বর করো
মস্ত দম লাগিয়ে

.........