বৃষ্টি নামারই কথা সেই কখন থেকে …

ঝিরিঝিরি বৃষ্টিতেই বড় বেশি ধুয়ে যায়
জীবনের পংক্তিমালা
লেখার এলাকা গুছিয়ে নিয়েছি তাই
মন গুছিয়ে
ঘর গুছিয়ে
তোমার চোখের মত ভ্রমণ  
সেরে নেব এই ফাঁকে

নিম্নচাপ আসার আগেই
...............