মোড়ের মাথার ফুচকাওয়ালাকে দেখি... তৎপর!
এত তৎপরতা নিয়ে যদি জীবন গোছানো যেত।

মোক্ষম ছাই উড়ছে ...
দমকলের গাড়িটিই বর্ধিত আগুনের লক্ষ্য।

স্পর্ধা এতটাই যে
কিছু অবাঞ্ছিত মানুষ  হলুদপাতাদের মত
      কথা বাড়ি বয়ে নিয়ে আসে।

ডুমুরের ফুল হতে হতেই অদৃশ্য একদিন..
মানুষ মুছতে মুছতে শয়তান
অবশেষে....
যে প্লেটে গোটা গোটা ফল সাজানো ছিল সেদিন, সে প্লেটে
                           মাংসল কাবাব
শেষ দৃশ্যটি কি হবে দেখতে
অপেক্ষায় সুবোধ ছুরিটি!

বাদামী ছায়াও কালো লাগে অন্ধকারে ...

মনেহয় দু' কথা বলি রঙিন অপ্রয়োজনে,অযথার...
বাধ সাধে
আটকে থাকা পপকর্ণ সাদাকালো
যেন গলার খাঁজে নুড়ি।

শত ভালোলাগার মধ্যেও একটাই বিষাদ বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ।

যৌতুক দিতে না পারা
অক্ষম পিতার মুখ।