ষষ্ঠ কারিগর হল ইন্দ্রিয়
আমি
তখনও পাপ জন্মায় নি
সূর্য জন্মায় নি অতিবেগুনি রশ্মি নিয়ে
প্রবীণ নক্ষত্রেরা শুধু দল বেঁধে পায়চারি করেছে
আকাশের মুক্তমঞ্চে
মধ্যজীবন তফাৎ জানত
অমৃত ও বিষে
অপূর্ণ কৃষিকাজ ফেলে রাখে নি
পেস্টিসাইড ও ফরমালিন ব্যবহারে