পাশের বাড়ির কুলোঝাড়ার শব্দ নিয়ে দিন যাচ্ছে বেশ তরতরিয়ে...
কনকচূড়ের খই ওড়ে বাতাসে,খইয়ের সূত্র ধরে
প্রস্থানপথে নেমে আসে
সিক্ত কুয়াশার ঢল...
শীতের ম্যাজিক এই পুরনো পোশাক,পশমগন্ধ দু’বার ভাবায়।
যৌথযাপন জেগে উঠে আপাত বিচ্ছেদের জায়গায় …
বিছানার পাশে ব্যক্তিসুখে পড়ে থাকে-
ছেঁড়া মোজা
অলস হাতঘড়ি, ইচ্ছে করেই বন্ধ রাখা
মেসেজ টোন