ঝড়ও যে কখন দম্ভ!
ভেঙে পড়ে বৃক্ষ, বাসা ও সম্বিত
কখন যে শুরু বিধিনিষেধ
আতঙ্ক যেন মগডাল ধরে ঝুলে থাকে
শাখামৃগদের মাঝখানে
চোখের জল জমাট বরফ
কাউকে দেখছি মৃত্যুর ঘোরে সাইকিক
সন্ধ্যেবেলা অন্ধকারে
আলো উৎপাদনে হাজার বাতি তবু
এত অন্ধকার জীবনে দেখি নি
ওলট পালট হয়ে গেছে চরাচর,
ঘোরমগ্নতা নীল মুখোশের সঙ্গ দিয়ে যাচ্ছে
............