কিছু সন্ধেজমি জুড়ে সঞ্চরণশীল জোনাকি পোকারা …
লোকালয়ে এসে তাদের শুকনো মুখেই ফিরে যেতে হয়
কারণকি সেরকম অন্ধকার নেই আলো দেখাবার
গাছতলার গল্প থেকে অল্প দূরে দাঁড়িয়ে নিয়ন বাতি …
আলোয় ভাসা চারদেয়াল, অন্দরে ভালোবাসাবাসি নেই,
আগুন পোহাবার সুবিধামত জায়গা নেই
হাত ধরাধরি সম্পর্ক নিয়ে ভাবনা নেই কোনও
অনেকেই আর ফিরবে না
ফিরে আসবে অন্য কেউ, অন্য নামে
ফের চমৎকার প্রেমের আখ্যান বুনে চল
সমাপ্তিহীন অলাতচক্রে
নিত্য জমবে স্ট্যাটাসের কঙ্কাল
দুরের ভার্চ্যুয়ালে, সেটাই বা কম কি .....!