ছায়া ছায়া  অলস দিন যায় ঋতুর ফুল অবহেলা  ভরে ঝরিয়ে…

ঝরে যা নয়তো ঘুমিয়ে যা অকাল ঘুমে- এটাই শীতপ্রথা
উত্তর –দক্ষিণ-নৈঋত-ঈশানের মত গুরুত্বপূর্ণ কোণও  
মিলেমিশে একাকার  যজ্ঞে।

ছদ্ম পশমে চামড়ায় অস্বস্তি। কাঠের গন্ধ পেরিয়ে আসা উলজামায় রেলিং ভরে।
লক্ষ্যহীন নিরাকার পৌষের  জলবায়ুতে
বিরহ ব্যাপক জেগে ওঠে, ভীষণ প্রেমে
ছেঁড়া কাজলে
সে-ই ছিল, সে আছে,ইচ্ছে করেই গোপন কথাটা
জানবে না কেউ।