নৈশ কদমের ছায়া পড়ে না,
হাওয়ার কদমবুশিতে  হাওয়া-মোরগ ঘুরছে অনর্গল ছন্দে
সেই একইরকম অভিমান,
রাগ-অনুরাগ স্বাচ্ছন্দ্যে শহরতলী ফেরার গান
সেই একইরকম বৃষ্টির কল্পনা
ও পরিমিত আকাঙ্ক্ষা
তবু...
একটা ঝড় হলে মন্দ হত না।