বার্ধক্যে এসেও যুবতী মাঘের দিকে পৌষের চতুর চোরা টান
হিমগলা পথের পাশে জ্বলতে থাকা আগুনও আনচান , চোরা উষ্ণতা
ফুটপাথ থেকে গড়ায়
যানবাহনের চাকায় …
বাষ্প চা লা ওপালায় , গরম শিকের মাংসখন্ড যেন লাল লাভা
দুঃখ উথলে বদন পোড়ে বদনসিবের,
আগুন ছাড়াই কলিজা পোড়ে!
.......................................