শৈত্যতা  দাঁত বসাচ্ছে কুয়াশার ফুলে

খাঁ খাঁ কটেজে দীর্ঘ জ্বালানির অভাবে মুষড়ে আছে ফায়ারপ্লেসের দিন

মৃত সানকিতে আগুন নেই,

পৃথিবীর কোথাও আগুন নেই বদ্‌নসিব প্রেমিকের হৃদয় ছাড়া।
.........