১)  আয়না
   ------------

যতই দীর্ঘ হোক আয়না-
ব্যথার শরীরে বয়স বাড়িয়ে ছোট করে আনে জীবন
দূরবীন দেখাও  ছেড়েছি এবার
বৃহৎ নিসর্গ  থেকে একটা দুটো জঙ্গল হারানো রোজকার ঘটনা
সামান্যবৎ  মনেহয়  শহীদমিনার
ক্রমশঃ এক খুদে জাহাজ বড় শহর তোমার…
দেখি  মেঘ ভাসে ভুট্টা খইয়ের মত
অথচ কি বীভৎস বান ডাকে কালজানি নদী বর্ষায়!

২)  ইথারের পাখি
    ----------------

শূন্য চিৎকারে ইথারের পাখি
আকাশের গোল বন্ধ দরজায় ঠোকর খেয়ে ফিরে আসে
সেই ডাক
নিশিতে প্যাঁচার ডাক ঝেড়ে ফেলছে নিমগাছ, খুব নাকি অমঙ্গল হয়।
সত্যি?
পাহাড়ের উজানে বুনো শেয়াল ডেকে উঠল এগারো বার
আর কারা যেন চেঁচিয়ে উঠল’’শুভ’ ;শুভ’’
ফসলের ভালো দাম পাওয়া যাবে এইবার!

৩)  কথা
   --------

কিছু কিছু কথাও এমনি-
মরণকালে মকরধ্বজের মত...

ভিতরে ভিতরে স্পর্শকাতর জীবনদান চলে
------------------------------