নিরীহ বাতাসের জাদু লেগে ঘুমিয়ে পড়া রাত
আরেকটা শ্লীলতাহানির রাত ...
খুনী পাষন্ডদের দেখে দেখে স্রেফ কেঁদে ফেলি
সুষুম্না চঞ্চল হয়, ইড়া-পিঙ্গলা-রক্তধমনীর সুরে হাহাকার…
আখের গুড়ে পড়া মাছির মত একা ছটফটায় মন

আর কবে? আর কবে? আর কবে?

শয়তান ধর্ষকের বিচার হবে?

আর কবে? আর কবে? আর কবে?

পার পেয়ে যাবে না তো সব?
শ্বাসের উপর শ্বাস,ক্রমাগত উঠে আসছে আর্তনাদ-
''চাই চাই’’
ফাঁসি ফাঁসি ফাঁসি
কালপুরুষ বুঝে নিতে চায় সব কিছু খুব শিগগিরি
হয়তো আজই
ভালো এক্ষুনি যদি হত
আগুনের তেঁতে ওঠা ক্রুর সন্ধ্যায়
বলির পূর্ব আমেজ
রক্তের পিপাসা এখন প্রতিটি পীড়িত অন্তরে
শুধু মেটানোর আঁশ
এ ভিসুভিয়াস থামবে কোথায়?
ভুলে গেছিলাম পম্পেই  নগরী ইতিহাস

ঘুরন্ত গ্রহ স্মৃতি ফেরালো আজ এই দুর্দিনে!