ভাষা কি দয়ায় ভিক্ষায় মেলে?
জন্মেই দিলে এ অমৃত মুখে ঢেলে
পিতামহের হাত ধরে স্বরবর্ণে হাঁটি হাঁটি পা পা..
ব্যঞ্জনবর্ণে মাতামহীর কোল,আঁচলে কারক- বিভক্তির ঘরে ঘুমিয়ে পড়েছি শান্তিতে কতবার।
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া ছায়ামুখ আর হাজারো প্রশ্নবাণ ছুঁড়ে ফেলে দিতে পারি  আজ এক লহমায় মায়ের ভাষায়।
ভাষাবিদের মত অলংকার চেনালে,ব্যাকরণের বর্ণমালার সমীকরণ
সবই যখন চেনালে
তখন আমিও লিখে যেতে চাই
বুকের সব রক্ত ঢেলে
তন্তু-ছেঁড়া একটাই শব্দ-
'মা'
এই ভাষা আমার জন্মের অধিকার
আবদার
পরিচয় আমার
আমি বাঙালী
বাংলাটা যাদের আসে,না তারাও জানুক
বীর লক্ষ শহীদের দেখানো পথে আমরাও পারি প্রাণ দিতে
এ এক নেশা,এ নেশার স্বাদ একমাত্র পেয়েছে বাঙালী জাতি।
বিশ্বে প্রথম হয়তো শেষ
ভাষার জন্য লড়ে যাওয়া দেশ।
চন্দ্রসূর্যের মতই সত্য
ভাষার চরণামৃত
যে পান করেছে,সেই-ই জানে
এই-ই সর্বশেষ চিহ্ন...জাদুময়তা
পরাবাস্তবেও।

(আলোর মিছিল মাতৃভাষা সংখ্যায় প্রকাশিত)