১) খরা

প্রাণ যায় , মাটি ফেটে চৌচির
প্রাণ যায় ... যতদূর

চোখটি এখনও স্থির

বৃক্ষ হয়ে শেকড়ে মেপে দেখ জলের হাত
কত, কত গভীর ...
ক্ষেতমজুর

খড়ম পায়ে উল্টে  আছে   যোগিনী।

২) দিনান্তে

হলুদ স্কার্ফের পিছনে ছুটছে সবুজ পঙ্গপাল

বড্ড তৃপ্তি... চুমুক দিচ্ছ চায়ে
আহ্‌ টুকু নিয়ে জারুল ফোটায় শূন্যতা
গোলাপি... আহ্‌

একদিন  চুমুকে চুমুকেই শেষ হবে জীবনও।