১)
উপকূল মসৃণতা
যেভাবে ছেয়ে থাকে ধাপে ধাপে...ইঞ্চিতে তা ধরা দেয় না ,
সুতো খুলে শরীর , স্নান সেরে বেরিয়ে আসে বিন্দু বিন্দু জলজ আভাস , ললিত অভ্যাসে ...
আত্মার উসখুস
ফুরিয়ে গেলে উষ্ণতায় এসো ...
২)
ছাতার নীচে চাষাবাদ , রোদ মলাটে ক্ষেতের হলুদ ঘরবাড়ি
গেঁয়ো বাসের জন্য উন্মুখ
পোড়ামন ...
পথের জন্য অপেক্ষারা আগেই আসে হয়তো
সেভাবে অনুবাদ লেখা হয় না।