বালির রোখ ,চরায় আটকে আছে যে নৌকো
ঠেলে দিলেই পালতোলা ...
হাত নেড়ে আগাম বার্তা পাঠায়
কৃষকের কৃষ্ণবর্ণ মেঘ
আয় বৃষ্টি 'র সংকেত ...
ঘাসের ডগায় দানা বাঁধে
আত্মীয়তার রাতুল ফুল।
ঝাঁপিয়ে পড়ে হা-হা আততায়ী বাতাস
নিসর্গ শহরেও... কেঁপে ওঠে,
এখনও কান পাতলেই শোনা যায় ...মঞ্চ পেরিয়ে যাওয়া অগুনতি মানুষের কোরাস ।