১)
ক্যালেন্ডারে উড়ছে হিমপাখি ,
হাজার মাইল পেরিয়ে আসা সাদা পাতা
এবং রুকস্যাক
জলের বোতল
গড়াগড়ি খায় ... এধার ওধার , পরিপাটি নির্জনতা
আগের দুপুরগুলোতে গল্পের ওম ছিল।
২)
দেয়ালটুকু সরে গেলে ...চোরকাঁটার শেকল এখন শাড়ির ভাঁজে ভাঁজে ...
মুক্তির ইচ্ছা তবু গোপন করছে গোপন রাধা ।
খাপ-খোলা আকাশ ,
আর সব পথ জড়ো হয় যেখানে এসে ...সিঁথি আয়নায়
সব আয়না প্রতিবিম্ব হয় না
খেলা ভেঙ্গে যাওয়া দীঘির চাঁদোয়াল
মনের চতুষ্কোণ ...ছুঁয়ে আছে যে ...
জল অতলের
কিছুতেই তার আড়ি ডিঙোনো যায় না...নাহ্