মাটির বদলে বেসুমার মেঘ কুড়িয়ে পেলাম
মনের নীল নীল সত্ত্বায়,
ঢেউ ঢেউ শূন্যতা ছাপিয়ে ওপাশটায় কেমন
হুল্লোড়  বৃষ্টি ,র্ঠোট রঙ্গীন!

প্রীতিভাজনেষূ
পুরোটা নিয়ে গেছ চোখের হলুদ , শেকড় বাকড়

আপাতত যা দিলাম তা ---

ছোট্ট করে বুঝে নাও
     'নির্বাসন'

কিছু  দীর্ঘশ্বাস পাতা হয়ে ঝরে
পলাশও চিঠি হয় কখনও  নতুন পাতার খামে।