অসময়ের ঘুম থাবা বসায় চেয়ার টেবিলে , ভেজানো দরজায়
বাসি কথারা ঝুলে, হাসিটাও ঠোঁটের উচ্ছিষ্ট!
উচ্চারণ সাবলীল নয়,
মুখোশের মন
মনের মুখোশ,
আমার আকুতি নেবে গো?
টানাহ্যাঁচড়া , শব্দের বালতিতে টান পড়ে ,
কুয়োতলা বেয়ে নেমে যায় হুড়মুড়
হাততালি দেয় ঘুম-ভাঙ্গা দর্শক
ছুঁয়ে দিয়ে যে যার জীবনযাপন
অবুঝের ভেতর বুঝদার কেউ
হো হো হেসে উঠেও পুরনো হাসিটা
কিছুতেই ধরতে পারিনা ... পারি না
বিজ্ঞাপণে মুখ ঢেকে আছে শহর!
’