পড়ন্ত শীতের কাহারবা ,
নিরাপদ গর্তে লুটিয়ে আছে চন্দ্রবোড়া
বুকের বিভাজিকা, সমান্তরাল বেয়ে
নেমে যাওয়া লাল পিঁপড়ের সারি , কথা
জানো তো প্রতিটি শিল্পের পাশে পড়ে থাকে
নগ্ন নিঃসঙ্গতা ,সড়কের পাশে যেমন নন্দিত জ্যোৎস্না
আজকাল খোলা জানলায় কেউ হাত রাখে না
বন্ধ দরজার হাতল ছুঁয়ে যায় কেউ কেউ
দূর ...আরো দূরে সয়ে যেতে যেতে দেখি
বিকেল বৃষ্টি এবং মেঘ ...সবই ভ্রম , বাতিলযোগ্য কি?