মেয়েটি
ফিরবে আর না পৃথিবীর ঘর
বড্ড আঁধার, চেনা  পায়ের শব্দরা  ফিরে ফিরে আসে শুধু নিঝুম
কে? কে ওখানে?
ছায়া ছায়া সরে গেল কি? কিছু বিভু স্মৃতি?
ঊচ্ছ্বল হাসির ভেতর
ফিরবে না সে শরীরে ,
ফিরে গেছে না- ফেরার দেশে ,আপনজন সব-ই
পারিবারিক এ্যালবাম থেকে সংগ্রহে নিল কেউ
তার ছবি
উদাস দৃষ্টি হারায়
জলভরা মেঘ অন্তরালে
মমতার কোল পেতে আছে মা তার সেই কবে থেকে ...


(কবি মালিহার স্মৃতিতে আমার এই শ্রদ্ধাঞ্জলি)
ভালো থেকো , যেখানেই থাকো বন্ধু।