ধূলোর প্রচ্ছদ সরিয়ে
বইগুলো কিচিরিমিচির তোলে ,
স্টাডিরুমে শিস দেয়, নাগালের বাইরে পেঁপে গাছ,
পাতার জাফরি
গতরাতের জানলায় গলানো মোমে কোন্ শহরের মানচিত্র
কে জানে?
শীত উঠে গেলে পাতাদের মড়ক হয় শুনেছি
হিমনীল দেশে, মেঘের আনাগোনায় অপূর্ব কোলাজ
পরিণত রোদ দেখে ছায়ারা পালাতে চায়
আলোর ঠেক ,ষড়রিপু
রূপান্তর পাখি
জন্মসম্ভাবনায় বীজ ফেলে গেছে শরীরে
মধুমাস এলে
ফুলে ফেঁপে ওঠা
পেঁপে গাছটা পোয়াতি হবে এবার
মাটির জমাজলে সঞ্চয়, সোঁদা গন্ধ!
যা হবার তা তো ছিলই।