অতঃপর
মেজাজের তার ছিঁড়ে গেলে তারবিহীন যন্ত্রের কথা ভাবি ,
জলতরঙ্গ বাজানো যায় কি না,
সম্পর্কও গাছের ভার্সন হয় অথবা কাঠের পরিপূরক কিছু...
নিজেকে নিংড়ে নিতে গিয়ে উৎকন্ঠা পার হই ,
ফুরনো গন্ধ, ফেনার ভেতর কলতলা পার হওয়া
কামুক সাবান
মন্দাকিনী স্নান
হাওয়া মাতলামি,কুমড়ো ফুলের মত রোদ খেলে যায়
মাঘের , এলো পিঠে
যদ্দূর জানি
শীত ফিরে আসছে খুঁটিনাটি সেরে ,বসন্ত আসবে জেনে
অবাকচিহ্ন ফোটে ,
রাস্তাঘাট
এখানে সন্ধ্যে লিখলে ওদিকে বিকেল
ফেরার কথা ভাবছ ফেরার মতন।
কিছু কেনাকাটা সেরে ঊর্ধ্বশ্বাস পথিক ,তবুও...